About us

"সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থা" সম্পর্কে

“সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থা” বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। যার নিবন্ধন নং ঢ-০৯৯৭৩/ ২০২২। উক্ত সংস্থার সম্মানিত সভাপতি হাফিজা আক্তার, সাধারণ সমাপাদক মাহাবুবুর, হিসাব রক্ষক এইচ এম সাগর। সংস্থাটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়।

দারিদ্র্য নেই

শ্রেষ্ঠ শিক্ষা

বিশুদ্ধ পানি

সুস্বাস্থ্য

পুষ্টি

দরিদ্রদের সাহায্য করাই আমাদের লক্ষ্য

"সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থা" ২০২০ সাল থেকে প্রতিষ্ঠার পর থেকেই, জরুরি সংকট, গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্য সেবা, প্রতিবন্ধী শিশুদের হুইলচেয়ার, মৃত্য ব্যাক্তির কাফন-দাফন, দরিদ্র মানুষদের বস্ত্র বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ ও স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছে। এ ছাড়াও সংস্থাটি ছোটবড় নানান কার্যক্রম করে যাচ্ছে মানুষদের সেবার উদ্দ্যেশে। আপনাদের ছোট ছোট দান (Donation) সাহায্য করেছে অসংখ্য পরিবারকে, শিক্ষার ব্যবস্থা করেছে পথশিশুসহ সুবিধাবঞ্চিত মেধাবী ছেলেমেয়েদের।
স্বেচ্ছাসেবক
0 k+
স্পনসর
0 +
শাখা
0
আমাদের সাপোর্ট করেছেন
0 %

আমাদের সম্পর্কে

আমাদের কাজ অর্পিত আস্থাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দেয়

“SMSUS” গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অন্যতম প্রাথমিক স্বাস্থ্যসেবা সংস্থা। আমরা বাংলাদেশের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমরা স্থানীয় ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যসেবা অনুশীলনকারীদের একটি দলের সাথে স্বাস্থ্যসেবা ক্যাম্প করি এবং স্থানীয়দের এই ক্যাম্পগুলি দেখার জন্য আমন্ত্রণ জানাই। ভবিষ্যতে আমরা এই স্বাস্থ্যসেবা ক্যাম্পগুলো সারা দেশে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা ভাবছি।

বছর

অভিজ্ঞতা

আমাদের দলের সাথে দেখা করুন

আমাদের আশাবাদী স্বেচ্ছাসেবক

হাফিজা আক্তার সাথী

Director

Hafiza Akhter

সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থা
General Secretary

General Secretary

mahabubur

সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থা
Accountant

Accountant

HM Sagar

সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থা