ইফতার ও রমাদান ফুড বিতরণ

ইফতার সামগ্রী বিতরণ

ইফতার ও রমাদান ফুড বিতরণ

ইফতার ও রামাদান ফুড বিতরণ সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থার নিয়মিত কর্মসূচির একটি। দেশের প্রত্যন্ত অঞ্চলের অভাবী সিয়াম পালনকারীরা যেন রামযান মাসে নির্বিঘ্নে সিয়াম পালন ও ইবাদত-বন্দেগী করতে পারেন, সে লক্ষ্যে তাদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। ইফতার করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে তাকে সিয়াম পালনকারীর সমপরিমাণ সাওয়াব দেওয়া হবে। তাতে সিয়াম পালনকারীর সাওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। (সুনান তিরমিযী: হাদীস-৮০৭; সুনান ইবনু মাজাহ: হাদীস-১৭৪৬)

সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থা প্রতিবছর সিয়াম পালনকারীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে।

বিগত রামযান মাসে ইফতার সামগ্রীর মধ্যে ছিল, ছোলা, কলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনী, আলুর চপ, ডাল বড়া, সবজি বড়া , খেজুর, চিনি, পানি, ইসবগুলের ভূসি ইত্যাদি।

About the Author

সমাজ উন্নয়ন সংস্থা

sorbononin manobseba somaj unnaoyon songstha

A voluntary registered organization approved by the Government of the People's Republic of Bangladesh, Registration no: D-09973

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these