দরিদ্র শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ

শিক্ষা উপকরণ বিতরণ

সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে রাবেয়া বসরী মহিলা মাদ্রাসায় হতদরিদ্র শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থা। বরাবরের মতো এবারো, ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকায়, রাবেয়া বসরী মহিলা মাদ্রাসায়, সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে, সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

দরিদ্র শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রাসেল মোল্লা। রবিবার ২ এপ্রিল দুপুর একটায় রাবেয়া বসরী মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল শিহাব উদ্দিন, ও উক্ত মাদ্রাসার সকল শিক্ষিকার উপস্থিতিতে, এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষা উপকরণের মধ্যে ছিল, খাতা, পেন্সিল, পেন্সিল কাটার, রাবার পেন্সিল ইত্যাদি।

অসহায় শিশুদের কষ্টের কথা ভেবে, তাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা নিয়ে সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থাটি, শিক্ষা উপকরণ নিয়ে এসব অসহায় শিশুদের পাশে দাঁড়িয়েছে। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই দেশ গড়ার নেতৃত্ব দেবে। শিশুরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করবে এবং বঙ্গবন্ধুর মতো উদার মানবিক চেতনা নিয়ে বড় হবে। সরকার শিশুদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও উন্নত জীবন গঠনে কাজ করছে।

দরিদ্র শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ

সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থাটিও সরকারের পাশাপাশি শিশুদের উন্নয়ন ও নানা সহযোগিতায় সব সময় এগিয়ে এসেছে। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নের জন্য কাজ করছে। এরই ধরাবাহিকতায় আজ সংস্থাটি এ মাদ্রাসায় অসহায় শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করেন। তাদের এ উদ্যোগ প্রশংসনীয়।

সব সময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সংস্থার সভাপতি হাফিজা আক্তার বলেন, আমাদের এ সংস্থা সবসময়ই তোমাদের পাশে আছে। ভবিষতেও আমরা তোমাদের ভাগ্য উন্নয়নে কাজ করব। আমরা সংস্থার পক্ষ থেকে বিগত ৭ মাস ধরে আমাদের সাধ্যমত বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতারন, শীতবস্ত্র বিতারণ, গরীব অসহায় মানুষের পাসে দাড়ানোসহ বিভিন্ন কার্যক্রম করে আসতেছি। আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। সেই সাথে সমাজের সকল বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

সাংগঠনিক সম্পাদক মাহাবুব বলেন, ‘দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিশুদের বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই মাধ্যমে নিশ্চিত হবে শিশুর অধিকার। সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে আমরাও সরকারের পাশাপাশি তোমাদের মতো শিশুদের নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতে আরও ব্যাপকভাবে কাজ করব।

দরিদ্র শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ

About the Author

সমাজ উন্নয়ন সংস্থা

sorbononin manobseba somaj unnaoyon songstha

A voluntary registered organization approved by the Government of the People's Republic of Bangladesh, Registration no: D-09973

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these